একটি কবিতার লাইন আমরা সবাই জানি। কালীপ্রসন্ন ঘোষ সেই লাইনের প্রবক্তা। লাইনটি হলো “একবার না পারিলে দেখ শতবার”। লাইনটি দেখে সবাই আতকে উঠলেন মনে হচ্ছে। এবার আসি আসল কথায়! একটি গল্প বলি। তাহলে বুঝতে আর বাকী থাকবে না এই লাইনের সারমর্ম কী হতে পারে। আজকে সন্ধ্যায় একটি ভিডিও দেখলাম। ভিডিও এর শিরনাম হচ্ছে: ”ফ্রিল্যান্সিং করে যে , গাড়ী বাড়ি করে সে l বেসিস সফট এক্সপো l “ মনের মধ্যে কোতূহল তৈরি হল দেখে আসি কিভাবে বাড়ি গাড়ি করল! যিনি আজকে বাড়ি গাড়ির মালিক তার শুরুটা কীভাবে হয়েছে জানেন? এক বছরে মাত্র ৫০ ডলার। বাংলা টাকায় ৪০০০...
